• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ধান মাড়াইকলে চুল পেঁচিয়ে নারীর মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৯:৩০ এএম
ধান মাড়াইকলে চুল পেঁচিয়ে নারীর মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ধান মাড়াইকলে বেল্টের সঙ্গে চুল পেঁচিয়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম মায়মনা বেগম (৭৩)। 

এ সময় মেশিনের আঘাতে তার মাথার খুলি উঠে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের দক্ষিণ সবজীবনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা একই ইউনিয়নের আহমদ হোসেনের স্ত্রী।

নিহতের ছেলে মাহমুদুল করিম বলেন, “মঙ্গলবার সকাল থেকে বাড়ির উঠানে মেশিনে ধান মাড়াইয়ের কাজ চলছিল। একপর্যায়ে মেশিনের বেল্টে মায়ের কাপড় পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে মেশিনের আঘাতে মাথার খুলি উঠে যায়।”

বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান বদিউল আলম জিহাদী বলেন, “ওই বৃদ্ধাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Link copied!